আর ক’দিন পরেই চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। ম্যাচ হবে এই একটিই। তবে সেই দলেই আছে বড় চমক। তামিমের বিশ্রামে যাওয়ায় পরিবর্তন আসাটা অনুমিতই ছিল। কিন্তু মোস্তাফিজুর রহমানের বাদ পড়াটা চমকই বলতে হবে। তার পরিবর্তে দলে ঢুকেছেন চোটের কারণে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়া পেসার তাসকিন আহমেদ।
সর্বশেষ নিউজিল্যান্ড সফরের টেস্ট দলে থাকা পেসার খালেদ আহমেদও বাদ পড়েছেন। স্পিন শক্তি বাড়াতে দলে ডাকা হয়েছে মোসাদ্দেককে হোসেনকে। তামিমের অনুপস্থিতিতে ইমরুল কায়েস দলে ঢুকতে পারেন এমন কথা শোনা গেলেও তাকে রাখেননি নির্বাচকরা।
বাংলাদেশ টেস্ট দল: সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ, সাদমান ইসলাম, আবু জায়েদ চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন, মোসাদ্দেক হোসেন ও সৌম্য সরকার।
আপনার মতামত লিখুন :