বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সেরা স্কুল হিসেবে নির্বাচিত হয়েছে

ছবি: Astaroth Ankur বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সেরা স্কুল হিসেবে নির্বাচিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশ...

ছবি: Astaroth Ankur

বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সেরা স্কুল হিসেবে নির্বাচিত হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রায় ৫০টি ক্যাটাগরিতেদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের সব শিক্ষকের মধ্যে সেরা শিক্ষক নির্বাচিত করা হয়েছে।
রোববার (২৩ জুন) এসব শিক্ষক ও প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়। মাউশির মহাপরিচালকের স্বাক্ষর হলে তা চূড়ান্ত করার কথা রয়েছে।
মাউশি সূত্রে জানা গেছে, এবার দেশ সেরা কলেজ নির্বাচিত হয়েছে রাজশাহী কলেজ। এ কলেজেরই শিক্ষক অধ্যাপক ড. নিতাই চন্দ্র সাহা সেরা কলেজ শিক্ষক নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে ময়মনসিংহের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সেরা স্কুল হিসেবে নির্বাচিত হয়েছে। অন্যদিকে সেরা স্কুল শিক্ষক হিসেবে মনোনীত হয়েছেন বরিশালের সরকারি ডাব্লিউ ইউনিয়ন মডেল ইনস্টিটিউটের শিক্ষক সেলিনা আখতার। দেশ সেরা প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জের এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ কবীর।

Related

শিক্ষা 3247732936545690036

আপনার মন্তব্য

emo-but-icon

সর্বশেষ খবর

    এক ক্লিকে বিভাগের খবর

    ফেসবুক

    সর্বশেষ খবর


    item