বেশ কয়েকবার তারিখ পেছানোর পর অবশেষে গতকাল সোমবার (৩০ ডিসেম্বর) সম্পন্ন হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৬-এর প্লেয়ার ড্রাফট। এবারের নিলামে সর্বোচ্চ দাম পেয়েছেন ওপেনার নাঈম শেখ। ১ কোটি ১০ লাখ টাকায় তাকে দলে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস। কিন্তু নিলামের সবচেয়ে বড় আলোচ্য বিষয় হয়ে উঠেছে একঝাঁক তারকা ক্রিকেটারের অবিক্রিত থেকে যাওয়া।
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা খুবই বিরল। বিপিএলের নিলামে প্রথমবারের মতো দল পাননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার সঙ্গে অবিক্রিত থেকে গেছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজের মতো জাতীয় দলের নিয়মিত তারকারা।
দেশি খেলোয়াড়দের মধ্যে আরও দল পাননি রুবেল হোসেন, নাঈম ইসলাম, সোহাগ গাজী, আমিনুল ইসলাম বিপ্লব, মুনিম শাহরিয়ার, মাহফুজুর রহমান রাব্বি, শফিকুল ইসলাম, আবু জায়েদ রাহীসহ অনেক পরিচিত মুখ।
বিদেশি তারকাদের তালিকাটাও কম চমকপ্রদ নয়। পাকিস্তানের বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলী আগা, অভিজ্ঞ শোয়েব মালিক, শ্রীলঙ্কার চারিথ আসালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দুনিথ ভেল্লালাগে, দীনেশ চান্দিমাল, আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও জশ লিটল, ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস, নেপালের সন্দীপ লামিচানে, ভারতের আইপিএলজয়ী পীযুষ চাওলা, ইংল্যান্ডের রবি বোপারা ও সামিত প্যাটেলের মতো নামী খেলোয়াড়রাও কোনো দল পাননি।
বিপিএল গভর্নিং কাউন্সিল সূত্রে জানা গেছে, এবার ফ্র্যাঞ্চাইজিগুলো সরাসরি সইয়ের মাধ্যমে ৮০ জনের বেশি বিদেশি খেলোয়াড় নেওয়ায় নিলামে বিদেশি স্লট প্রায় ভর্তি ছিল। এ কারণে অনেক তারকা বিদেশি খেলোয়াড়ই বাইরে থেকে গেছেন। দেশি খেলোয়াড়দের ক্ষেত্রে বাজেট ও দলের কম্বিনেশনই মূল কারণ বলে মনে করা হচ্ছে।
আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হবে বিপিএলের দশম আসর। এই তারকাদের অনেকেই এখন অন্যান্য লিগে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে টুর্নামেন্ট চলাকালীন চোট বা অন্য কারণে রিপ্লেসমেন্ট হিসেবে তাদের দলে আসার সম্ভাবনাও রয়েছে।


