ঢাকা

মিশন এক্সট্রিম’-এ শুভর নায়িকা ঐশী

ফুলবাড়ীয়া টুডে ডেস্ক

প্রকাশিত: সোমবার, মার্চ ১১, ২০১৯


পুলিশি অ্যাকশন থ্রিলারধর্মী ছবি ‘মিশন এক্সট্রিম’ এর নায়ক হিসেবে অভিনয় করবেন চিত্রনায়ক আরিফিন শুভ, এটা অনেকেরই জানা। তবে জানা ছিল না, ছবির নায়িকা কে হচ্ছেন?
অবশেষে জানা গেল ‘মিশন এক্সট্রিম’ ছবি নায়িকা হচ্ছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৮’র জান্নাতুল ফেরদৌস ঐশী। খবরটি নিশ্চিত করেছেন ছবির পরিচালক ফয়সাল আহমেদ ও নায়িকা নিজেই।
ফয়সাল আহমেদ বলেন, ‘নায়িকা হিসেবে ঐশীকে চুক্তিবদ্ধ করিয়েছি। আগামী ১৭ অথবা ২০ মার্চ থেকে মিশন এক্সট্রিম ছবির শুটিং শুরু হবে।’
এ বিষয়ে ঐশী বলেন, ‘কয়েকদিন আগে এই ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিল। এটাই আমার প্রথম ছবি। এর মধ্য দিয়ে আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। কপ ক্রিয়েশন, সানী সানোয়ার ভাই ও ফয়সাল আহমেদ ভাইকে অনেক ধন্যবাদ, ছবিতে আমাকে কাজ করার সুযোগ দেওয়ার জন্য। নিজেকে প্রস্তুত করতে, এখন রাতদিন অনুশীলন করছি। বেশ নার্ভাস লাগছে। আমি চেষ্টা করব, সেরা অভিনয়টুকু দেওয়ার।’
‘মিশন এক্সট্রিম’-এ অভিনয় প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘ছবিতে একজন আত্মনির্ভর ও কর্মজীবী মেয়ের চরিত্রে অভিনয় করব। চরিত্রটি অনেক চ্যালেঞ্জিং এবং শক্তিশালী।’
আরিফিন শুভ ও ঐশীর পাশাপাশি ‘মিশন এক্সট্রিম’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন তাসকিন রহমান, এবিএম সুমন, সামস সুমন, মিশা সওদাগর প্রমুখ।
‘ঢাকা অ্যাটাক’ ছবির কাহিনিকার পুলিশের স্পেশাল ফোর্সের কর্মকর্তা সানী সানোয়ার ‘মিশন এক্সট্রিম’ ছবির সঙ্গে যুক্ত আছেন।
জানা গেছে, ‘মিশন এক্সট্রিম’ পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের শ্বাসরুদ্ধকর কিছু অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হবে। ছবিটি প্রযোজনা করছে কপ ক্রিয়েশন, এক্সিকিউটিভ প্রযোজক জাহিদ হাসান অভি।