গত ২৪ মে বৃহস্পতিবার তারাবীর নামাজের পর ইত্তেফাকুল ওলামা বৃহত্তম মোমেনশাহী ফতোয়া বোর্ডের ফিতরা নির্ধারণী এক জরুরী সভা জামিয়া ফয়জুর রহমান (রহ:) এর অফিসে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন মোমেনশাহী বড় মসজিদের পেশ ইমাম ও খতীব শায়খুল হাদীস আল্লামা আব্দুল হক সাহেব। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকেন ইত্তেফাকুল ওলামা ফতোয়া বোর্ডের সম্মানিত সভাপতি শায়খুল হাদীস আল্লামা মুফতী ফজলুল হক সাহেব। এছাড়াও উত্তেফাকুল ওলামা কার্য নির্বাহীর সিনিয়র সহ-সভাপতি শায়খুল হাদীস মুফতি আহমেদ আলী মোমেনশাহী বড় মসজিদের সানি মুফতী রইসুল ইসলাম, মোমেনশাহী আঞ্জুমান ঈঁদগাহ মসজিদের ইমাম ও খতীব মুফতী আব্দুল্লাহ আল-মামুন, মুফতী আনোয়ার হোসেন, মুফতী আব্দুল খালেক, মুফতী ইলিয়াস, মুফতী সারোয়ার, মুফতী আব্দুর শাকুর, হাফেজ মাওলানা মঞ্জুরুল হক, মুফতী উবাইদুল্লাহ, মুফতী আবু রায়হান , মুফতী গোলাম মওলা ভুইয়া প্রমুখ।
উক্ত সভায় নিু বর্নিত ফিতরা ধার্য করা হয় ;- ১ কেজি ৩৬০ গ্রাম উন্নত মানের আটা মূল্য হিসাবে জনপ্রতি ৬০টাকা। এছাড়া খেজুরের মূল্য বা কিসমিসের মূল্য দিয়ে যারা ফিতরা আদায় করবেন ৩ কেজি ৩০০ গ্রাম খেজুরের মূল্য হিসাবে ৬০০ টাকা এবং ৩ কেজি ৩০০ গ্রাম কিসমিসের মূল্য হিসাবে ১১৫০ টাকা ফিতরা আদায় করতে হবে। (প্রেসবিজ্ঞপ্তি)
উক্ত সভায় নিু বর্নিত ফিতরা ধার্য করা হয় ;- ১ কেজি ৩৬০ গ্রাম উন্নত মানের আটা মূল্য হিসাবে জনপ্রতি ৬০টাকা। এছাড়া খেজুরের মূল্য বা কিসমিসের মূল্য দিয়ে যারা ফিতরা আদায় করবেন ৩ কেজি ৩০০ গ্রাম খেজুরের মূল্য হিসাবে ৬০০ টাকা এবং ৩ কেজি ৩০০ গ্রাম কিসমিসের মূল্য হিসাবে ১১৫০ টাকা ফিতরা আদায় করতে হবে। (প্রেসবিজ্ঞপ্তি)
- Tags:
- ময়মনসিংহ
আপনার মতামত লিখুন :