সব মোবাইল অপারেটরের ইন্টারনেট ডেটা বন্ধ: বিটিআরসি

দেশের সব মোবাইল অপারেটরের ফোরজি ও থ্রিজি ইন্টারনেট ডেটা বন্ধ রয়েছে। আজ ভোর ৫টা থেকে ইন্টারনেট ডেটা বন্ধ হয়ে যায়। কারিগরি সমস্যার কারণে মোবাই...

দেশের সব মোবাইল অপারেটরের ফোরজি ও থ্রিজি ইন্টারনেট ডেটা বন্ধ রয়েছে। আজ ভোর ৫টা থেকে ইন্টারনেট ডেটা বন্ধ হয়ে যায়।

কারিগরি সমস্যার কারণে মোবাইল ইন্টারনেট বন্ধ রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশন-বিটিআরসি।



সংস্থাটির ভাইস চেয়ারম্যান  সুব্রত রায় মৈত্র ডিবিসি নিউজকে বলেন,‘সমস্যা সমাধানে কাজ চলছে। ত্রুটি সংশোধন হলে ইন্টারনেট ডেটা পুনরায় চালু হবে।’

এদিকে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে এসএমএস পাঠিয়ে দুঃখ প্রকাশ করেছে অনেক মোবাইল অপারেটর। তবে ফোরজি ও থ্রিজি সেবা চালুর কোনো নির্ধারিত সময়ের কথা জানাতে পারেনি বিটিআরসি বা মোবাইল অপারেটররা।  

মোবাইল ডেটা বন্ধ থাকলেও চালু আছে দেশের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। ব্রডব্যান্ড ব্যবহার করে সব ধরণের ওয়েবসাইট ব্রাউজ করা যাচ্ছে।

Related

বাংলাদেশ 4829941264421169615

আপনার মন্তব্য

emo-but-icon

সর্বশেষ খবর

    এক ক্লিকে বিভাগের খবর

    ফেসবুক

    সর্বশেষ খবর


    item