বুধবার, ২১ এপ্রিল, ২০২১

ফুলবাড়ীয়ায় রাতের আঁধারে লেবু বাগানের সব গাছ কর্তন

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় রাতের আঁধারে লেবু বাগানের গাছ কেটে সাবাড় করলো দুর্বৃত্তরা। এই ঘটনাটি ঘটেছে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের এনায়েতপুর বাজার টু শুশুতি পাকা রাস্তার পাশে।

এ ঘটনায় ভোক্তাভোগী কৃষক শহিদুল্লাহ ফুলবাড়ীয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।


সরেজমিনে গিয়ে দেখা যায়, এনায়েতপুর বাজারের একটু উত্তর পাশে শুশুতি বাজার পাকা রাস্তার পূর্বপাশে স্থানীয় কৃষক শহিদুল্লাহ ৪ কাঠা জমিতে লেবু চাষ করেছেন। তার লেবু বাগানে রোপণকৃত উন্নতজাতের লেবু গাছগুলিতে সবেমাত্র লেবু ধরেছে। কয়েক দিনের মধ্যেই তা বাজারে তোলা যাবে এমন প্রায় অর্ধশত লেবু গাছ কেটে ফেলেছে দৃর্বৃত্তরা। গাছ গুলি মাটিতে পড়ে আছে। গাছে ধরে আছে অজ¯্র লেবু । যা কয়েকদিন পরেই বিক্রির উপযুক্ত হবে ।

লেবু বাগানের মালিক কৃষক শহিদুল্লাহ বলেন, প্রতিদিনের মত আজ সকালে লেবু বাগানে গেছি আগাছা পরিস্কার করার জন্য। গিয়ে দেখি প্রায় অর্ধশত গাছ কেটে ফেলা হয়েছে। যা মাটিতে পড়ে আছে। মানুষের কাছ থেকে ঋণ করে  বছর দুয়েক আগে লেবুর বাগান করেছি। এখন আমি কি করব? আমার সাথে শত্রুতা থাকতে পারে তাই বলে লেবু বাগান কাটলি কেন ? এতে করে তার ২/৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

স্থানীয়রা জানান, আমাদের এলাকায় প্রায় সব জমিতেই লেবু আবাদ হয়ে থাকে। কিন্তুু কোন দিন শুনিনি  এমন ঘটনা। এ ঘটনা যারা ঘটিয়েছে নিঃসন্দেহে তারা খারাপ মানুষ। আমরা এ ঘটনার বিচার চাই।

এ ব্যাপারে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আবু রায়হান বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক , এভাবে ফলধারী লেবু গাছ কাটা ঠিক হয়নি। কৃষক আমাকে মোবাইলে জানিয়েছে।আমি আগামী কাল বাগান দেখতে যাবো। যারা এ কাজ করেছে তারা বিবেকহীন মানুষ ।  

ফুলবাড়ীয়া থানার ওসি (তদন্ত) মোর্শেদুল হাসান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

test ads2


শেয়ার করুন