ঢাকা

ময়মনসিংহে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

ফুলবাড়ীয়া টুডে ডেস্ক

প্রকাশিত: শনিবার, এপ্রিল ১৩, ২০১৯


ময়মনসিংহের মুক্তাগাছায় ৭মাস ধরে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়েকে ধর্ষণের অভিযোগে আলাল হুদা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১২ এপ্রিল) রাতে উপজেলার দুল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মুক্তাগাছা থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, দুল্লা ইউনিয়নের কুড়িপাড়া গ্রামে ৭ মাস ধরে মেয়েকে ধর্ষণ করে আসছিল তারই বাবা। মেয়েটি স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
ওসি মাহমুদ আরও জানান, এই মেয়েকে গত সাত মাস ধরে নানা প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে আসছিল আলাল হুদা। পরে ঘটনাটি শিক্ষার্থী তার মাকে জানায়। শুনে ঘটনার প্রতিবাদ করেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে মা-মেয়ে দুজনকেই বিভিন্ন সময় মারধর করে আলাল হুদা।
শিক্ষার্থীর মা বলেন, চোখের সামনে মেয়ের সর্বনাশ দেখে স্থির থাকতে পারিনি। কোনো উপায় না দেখে স্থানীয় ইউপি সদস্যকে জানাতে বাধ্য হই। আমি নিজে বাদি হয়ে মামলাও করেছি। মেয়ের ধর্ষণকারী কোনো ব্যক্তি আমার স্বামী হতে পারে না। তাই আমি এর সর্বোচ্চ শাস্তি দাবি করছি।
source: bangladeshtoday