ঢাকা

জাতীয় পাট দিবস উপলক্ষে ময়মনসিংহে র‌্যালী ও আলোচনা সভা

ফুলবাড়ীয়া টুডে ডেস্ক

প্রকাশিত: বুধবার, মার্চ ০৬, ২০১৯


ফুলবাড়িয়া টুডে ডটকম : সোনালী আশেঁর সোনার দেশ জাতির পিতার বাংলাদেশ এ শ্লোগানে বুধবার বিভাগীয় শহর ময়মনসিংহে টাউন হল প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর আয়োজিত র‌্যালী উদ্বোধন করেন জেলা প্রশাসক ডঃ সুভাষ চন্দ্র বিশ্বাস। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে জেলা প্রশাসনের কার্যালয় আইসিটি ল্যাবে জেলা প্রশাসকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার সৈয়দ হারুন অর রশিদ, স্থানীয় সরকার উপ-পরিচালক কে এম গালিভ খান, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আব্দুল মজিদ, পাট অধিদপ্তরের সহকারি পরিচালক ইঞ্জিনিয়ার মিজান উদ্দিন প্রমুখ ।