সাকিবকে নিয়ে নির্মাণ হচ্ছে সিনেমা

আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ না খেলে আইপিএলের জন্য বিবিসি থেকে আগেই ছুটি নিয়ে রেখেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। গতকাল শ...

আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ না খেলে আইপিএলের জন্য বিবিসি থেকে আগেই ছুটি নিয়ে রেখেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।


গতকাল শনিবার রাতে এক লাইভে এসে সাকিব আল হাসান নিজেই জানিয়েছেন এই তথ্য। করোনা ভাইরাসের সংক্রমণ না হলে এতদিনে এই সিনেমার কাজ শুরু হয়ে যেত বলেও জানিয়েছে বিশ্বসেরা এই অলরাউন্ডার।

এ ব্যাপারে তিনি বলেন, ‘কথা বেশ অনেকটা এগিয়ে গিয়েছিল। কিন্তু করোনার কারণে সবকিছু ঝুলে আছে। তবে এটার একটি ভালো অবস্থান তৈরি হয়ে গিয়েছিল। গল্প প্রায় তৈরি করা হয়ে গিয়েছিল। সম্ভবত সব ঠিক থাকলে কাজও শুরু হয়ে যেত। কিন্তু করোনার জন্য সবকিছুই বন্ধ হয়ে গেছে।’

সাকিব বলেন, ‘তবে আশা করি পরিস্থিতি ঠিক হলে সেই জায়গা থেকে আবার শুরু করা যাবে। যদিও এটা করতে কিছুটা সময় লাগবে। তবে এটার এক্সাক্ট আপডেট কি আমি জানিনা, তবে আই উইল ফাইন্ড আউট দ্যাট।’

Related

বিনোদন 446609017308949301

আপনার মন্তব্য

emo-but-icon

সর্বশেষ খবর

    এক ক্লিকে বিভাগের খবর

    ফেসবুক

    সর্বশেষ খবর


    item