বুধবার, ৬ মার্চ, ২০১৯

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পাচ্ছেন এম এ রাজ্জাক


জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৮ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতিদের মধ্যে সেরা নির্বাচিত হয়েছেন এম এ রাজ্জাক। তিনি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বড় ইছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি।
প্রতিযোগিতায় দেশ থেকে পর্যায়ক্রমে অংশ নেওয়া প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতিদের মধ্যে এম এ রাজ্জাক শ্রেষ্ঠ এসএমসি’র সভাপতি হিসেবে নির্বাচিত হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দায়িত্ব প্রাপ্ত শিক্ষা অফিসার মো. আব্দুল মোমিন আজ মঙ্গলবার ৫ মার্চ বিকেল সাড়ে ৫টার দিকে নিশ্চিত কেরেছেন।
গত বছরের ২০ডিসেম্বর সকাল ১০টায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাল্টিপারপাস সম্মেলন কক্ষে জাতীয় পর্যায়ের বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এম এ রাজ্জাক একাত্তর টেলিভিশন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও দেশরূপান্তর প্রত্রিকার টাঙ্গাইল জেলা প্রতিনিধি। তিনি ২০১৬ সালের অগাস্টে বড় ইছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। ২০১৭ সালেও এম এ রাজ্জাক উপজেলা ও জেলা উভয় পর্যায়ে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছিলেন।

বিজ্ঞাপন

test ads2


শেয়ার করুন